![]() |
প্রশ্ন হচ্ছে স্কুল কলেজ থাকতে টিউশন মিডিয়া উপর এত নির্ভরশীলতা কেন; শিক্ষা প্রাতিষ্ঠানে সঠিক ভাবে শিক্ষা প্রদান কোন না কোন ভাবে ব্যাহত হচ্ছে। এর অনেকগুলো কারণের মধ্যে উল্লেখ্যযোগ্য কারণগুলো হচ্ছে; অযুজ্ঞ শিক্ষক নিয়োগ এবং অপর্যাপ্ত শিক্ষক।
এই টিউশন মিডিয়া একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে বিপদজনকও বটে। ভাল কাজের উদ্দেশ্য সবসময় ভালনাও হতে পাড়ে। কেউ সঠিকভাবে শিক্ষা প্রদানের লক্ষে এই টিউশন মিডিয়া প্রচার করছে। আর কেউবা মুলত টাকা উপার্জনের লক্ষে। কিছু মানুষ আবার এ মিডিয়াকে কাজে লাগিয়ে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে।
টিউশন মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের উপর সরকারের সঠিক নজরদারির মাধ্যমে সব প্রতিকূলতা অতিক্রম করে, “শিক্ষাই জাতির মেরুদণ্ড” এবং তা দৃঢ় করে গড়ে তোলার জন্য সবার সার্বিক সহযোগিতায় সঠিক প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই।
RECOMMENDED ARTICLE
বিজ্ঞা্নীদের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে মহাশুন্যে ভ্রমন ও অবস্থানের প্রবণতা বাড়বে । তখন সেখানে পর্যটকদের আনাগুনাও হবে নিয়মিত , আর তাদের আপ্যায়নের জন্য মহাশুন্যে নিশ্চয়ই অনেক হোটেল এর প্রয়োজন পরবে ।
এমন কি চাঁদ ও মঙ্গল এ বসতি গড়তে গেলেও চাই এই ধরনের ভাসমান কক্ষ বা হোটেল ......
এমন কি চাঁদ ও মঙ্গল এ বসতি গড়তে গেলেও চাই এই ধরনের ভাসমান কক্ষ বা হোটেল ......



No comments:
Post a Comment